Xiaomi Redmi (শাওমি রেডমি) মোবাইলের দাম
Xiaomi Redmi (শাওমি রেডমি) মোবাইলের দাম ২০২৩ –বর্তমানে স্মার্টফোনের ব্যবহার বৃদ্ধি পাওয়ার সাথে সাথে বিভিন্ন মোবাইল কোম্পানির আগমন ঘটেছে জাতীয় এবং আন্তর্জাতিক বাজারে। শাওমি এমনই একটি সুপরিচিত কোম্পানি যার মোবাইল গুলো বর্তমান স্মার্টফোনের বাজারে অনেক বেশি জনপ্রিয়। শাওমি ফোনে দুর্দান্ত ক্যামেরা এবং ফাস্ট পারফরম্যান্সের জন্য এটি একটি চাহিদা সম্পূর্ণ মোবাইল কোম্পানি। যার কারণে এই মোবাইলের দাম সম্পর্কে অনেকেরেই আগ্রহ থাকে।
সুপ্রিয় ভিজিটরবন্ধুরা আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। সকলকে জানাচ্ছি আমাদের আজকের আর্টিকেলটি পড়ার জন্য স্বাগতম। আমি বরাবরের মতো চলে এসেছি আপনাদের জন্য আজকে একটি নতুন আর্টিকেল নিয়ে। সব সময় চেষ্টা করি আপনাদেরকে কোন না কোন বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার আজকেও তার ভিন্ন নয়।
আমাদের আজকের আর্টিকেলে বিষয় হচ্ছে শাওমি ফোনের বাংলাদেশ প্রাইস ২০২৩ সম্পর্কে। অনেকেই এই মোবাইলটি কিনতে আগ্রহী থাকেন এবং এর দাম সম্পর্কে জানতে বিভিন্ন ওয়েবসাইট সার্চ করে থাকেন।তাদেরকে বলব অবশ্যই আজকের আর্টিকেলটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়বেন এই মোবাইলের দাম সম্পর্কে জানতে হলে।
বন্ধুরা আর দেরি না করে চলুন আজকের মূল আলোচনার শুরু করি।
শাওমি মোবাইল:
বাংলাদেশের বাজারে xiaomi মোবাইল গুলো জনপ্রিয়তার শীর্ষে অবস্থিত। বর্তমানে বাংলাদেশে অফিশিয়ালি শাওমির অনেকগুলো মডেল পাওয়া যাচ্ছে। শাওমি মোবাইল কোম্পানি গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে ভিন্ন ভিন্ন মডেলের ভিন্ন ভিন্ন দাম নির্ধারণ করে তাদের ফোন গুলো বাজারে রিলিজ করেছে।
এই কারণে নিম্ন আয়ের মানুষ থেকে উচ্চ আয়ের মানুষ সকলেই তাদের বাজেট অনুযায়ী শাওমির মোবাইল গুলো কিনতে সক্ষম হচ্ছে।বর্তমানে বাংলাদেশের বাজারে সবচেয়ে ভালো স্মার্টফোনগুলোর সাথে প্রতিযোগিতায় রয়েছে শাওমি মোবাইল গুলো। শাওমি মোবাইলে অসাধারণ ক্যামেরা এবং ভালো ফিচার ব্যবহার করায় এটি আরো বেশি গ্রাহকদের দৃষ্টি আকর্ষণ করেছে।
Xiaomi redmi (শাওমি রেডমি) মোবাইলের দাম ২০২৩:
Xiaomi redmi note 11 :
Xiaomi redmi note 11 মোবাইলটি চারটি মডেল রয়েছে। এই চারটি মডেলের দাম ভিন্ন ভিন্ন হলেও দাম খুব একটা বেশি তফাৎ নয়। শাওমির এই মোবাইলটিতে রয়েছে 6 জিবি/৮ জিবি রেম এছাড়াও রয়েছে ১২৮ জিবি স্টোরেজ। ৫০০০ হাজার মিলি এম্পিয়ার ব্যাটারী থাকায় এই মোবাইলটি অনেকক্ষণ ব্যাকআপ দিতে সক্ষম।
Xiaomi redmi note 11 এর স্পেসিফিকেশন:
*৬.৪৩ ইঞ্চি বিশাল ডিসপ্লে।
*মিডিয়াটেক হেলিও জি ৯৬ প্রসেসর।
*৬ জিবি /৮ জিবি রেম।
*১২৮ জিবি স্টোরেজ।
*১০৮ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা ক্যামেরা।
*১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
*৫০০০ মিলি এম্পিয়ার ব্যাটারী।
শাওমি রেডমি নোট ১১ এর দাম
4 GB ram 64 GB রম-২০ হাজার ৫৯৯ টাকা।
4 GB রেম ১২৮ জিবি রম-২১ হাজার ৪৯৯ টাকা।
৬ জিবি রেম ১২৮ জিবি রম- ২৩ হাজার ৪৯৯ টাকা।
৮জিবি রেম ১২৮ জিবি রম- ২৪ হাজার ৪৯৯ টাকা।
শাওমি রেডমি এ ১ প্লাস
শাওমি রেডমি সিরিজের মিডিয়াম বাজেট এর মধ্যে এই মোবাইলটি খুবই আকর্ষণীয় এবং আধুনিক প্রযুক্তিতে তৈরি। এই মোবাইলটিতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হয়েছে। এছাড়াও চিপসেট দেওয়া হয়েছে মিডিয়াটৈকের হেলিও এ২২।মোবাইলটিতে ৫০০০ মিলি এম্পিয়ার একটি ব্যাটারি দেওয়া হয়েছে যা সারাদিন ব্যাকআপ দিতে পারে।
Xiaomi redmi (শাওমি রেডমি) এ ১ প্লাস এর স্পেসিফিকেশন:
*৬.৫২ ইঞ্চি ডিসপ্লে।
*কোয়ালকম স্ন্যাপ ড্রাগন ৬৮০ প্রসেসর।
*৩ জিবি র্যাম এবং ৩২ জিবি স্টোরেজ।
*(৮+০.৮) মেগাপিক্সেল ডুয়েল ব্যাক ক্যামেরা।
*৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
*৫০০০ মিলিম্পিয়ার ব্যাটারী।
শাওমি রেডমি ১ প্লাস এর দাম ১১৯৯৯ টাকা।
শাওমি রেডমি এ১ মোবাইলের দাম ২০২৩:
এই মোবাইলটি বাজেটের তুলনায় অনেক বেশি আকর্ষণীয় এবং ভালো ফিচার যুক্ত। যার কারণে মোবাইলটির পারফরমেন্সও খুব ভালো। এত কম বাজেটের মধ্য এই মোবাইলটিতে দেওয়া হয়েছে ২ জিবি রেম এছাড়াও মিডিয়াটেক এর হেলিও এ ২২ প্রসেসর রয়েছে মোবাইলটিতে। ৮ মেগাপিক্সেল ডুয়েল মেইন ক্যামেরা রয়েছে। মোবাইলটিতে ৫০০০ মিলি এম্পিয়ার ব্যাটারি দেওয়া হয়েছে যা দীর্ঘ সময় ধরে ব্যাকআপ দিবে।
শাওমি রেডমি এ১ এর স্পেসিফিকেশন:
*৬.৫২ ইঞ্চি ডিসপ্লে।
- 2 GB রেম এবং ৩২ জিবি স্টোরেজ।
*(৮ + ০.৮) মেগাপিক্সেল ব্যাক ডুয়েল ক্যামেরা।
*৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
*কোয়ালকম স্ন্যাপ ড্রাগন ৬৮০ প্রসেসর।
*৫০০০ মিলি এম্পিয়ার ব্যাটারি।
শাওমি রেডমি এ১ এর বাংলাদেশ প্রাইস হচ্ছে ১১৯৯৯ টাকা।
শাওমি ১২ প্রো মোবাইলের দাম ২০২৩:
শাওমির সবচেয়ে বেশি দামি মোবাইল হচ্ছে শাওমি ১২ প্রো।লেটেস্ট স্ন্যাপ ড্রাগন প্রসেসরের পাশাপাশি এই মোবাইলটিতে পঞ্চাশ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেন্সর রয়েছে। শাওমি মোবাইলের জনপ্রিয়তার পেছনে এই ফোনটির ভূমিকা অনেক।
শাওমি ১২ প্রো এর স্পেসিফিকেশন:
*৬.৭৩ ইঞ্চি ডিসপ্লে।
*কোয়ালকম স্ন্যাপ ড্রাগন ৮ জেন ১।
*১২৮ জিবি/ ২৫৬ জিবি স্টোরেজ।
*৮ জিবি/১২GB ram।
*৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
*৫০ মেগাপিক্সেল ট্রিপল ব্যাক ক্যামেরা।
*৪৬০০ মিলি এম্পিয়ার ব্যাটারি।
*শাওমি ১২ প্রো এর দাম
৮ জিবি ১২৮ জিবি-৯৯ হাজার ৯৯৯ টাকা।
১২ GB 256 GB- ১ লক্ষ ৯৯৯ টাকা*
শাওমি 11টি মোবাইলের দাম ২০২৩:
প্রিমিয়াম বাজেট রেঞ্জে শাওমি 11t মোবাইলটি খুবই জনপ্রিয় একটি মোবাইল শাওমি। 108 megapixel camera ছাড়াও ফোনটিতে মিডিয়াটেক ১২০০ ৫জি প্রসেসর ব্যবহার করা হয়েছে যা অসাধারণ পারফরম্যান্স দিতে সক্ষম।
শাওমি ১১টি এর স্পেসিফিকেশন:
*6.67 ইঞ্চি ডিসপ্লে।
*৮ জিবি রেম এবং ১২৮ জিবি স্টোরেজ।
*মিডিয়াটেক ডাইমেনসিটি ১২০০ ৫জি প্রসেসর।
*১০৮ মেগাপিক্সেল ট্রিপল ব্যাক ক্যামেরা।
*১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
*৫০০০ মিলি এম্পিয়ার ব্যাটারী।
শাওমি 11 টি রেডমি এর দাম হচ্ছে
*৮ জিবি ১২৮ জিবি- ৪৯ হাজার ৯৯৯ টাকা।
৮ জিবি ২৫৬ জিবি- ৫৩ হাজার ৯৯৯ টাকা।
শাওমি রেডমি ১০এ মোবাইলের দাম ২০২৩;
শাওমি রেডমি টেন এ শাওমির পক্ষ থেকে একটি এন্ট্রি লেভেল মোবাইল ডিভাইস। বর্তমান সময়ের রেডমি গো এরপরে মার্কেটের সবচেয়ে কম দামি শাওমি ফোন হল রেডমি ১০এ।
শাওমি রেডমি ১০এ এর স্পেসিফিকেশন:
*৬.৫৩ ইঞ্চি ডিসপ্লে।
*মিডিয়াটেক হেলিও জি২৫ প্রসেসর।
- 2 gb/4gb রেম।
*৩২ জিবি/৬৪জিবি স্টোরেজ।
*১৩ মেগাপিক্সেল ডুয়েল ব্যাক ক্যামেরা।
*৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
*৫০০০ মিলি এম্পিয়ার ব্যাটারি।
শাওমি রেডমি ১০এ এর দাম ২ জিবি ৩২ জিবি-১২৪৯৯ টাকা।
৪ জিবি ৬৪ জিবি- 14299 টাকা।
বাজারের সেরা স্মার্টফোনগুলোর মধ্য শাওমি কোম্পানির মোবাইল গুলো অসাধারণ পারফরম্যান্স দেয়। বাজেট অনুযায়ী মোবাইল গুলোতে উন্নত মানের ফিচার ব্যবহার করায় মোবাইলের চাহিদা মার্কেটে অনেক। ক্রেতাদের পছন্দসই ডিজাইন এবং ভিন্ন ভিন্ন রেঞ্জে বাজারে ভিন্ন ভিন্ন মডেল রিলিজ করায় মোবাইল গুলোর জনপ্রিয়তা বেশি। বাজেট অনুযায়ী মোবাইল গুলোতে কোন কমতি রাখা হয়নি।
ক্যামেরা থেকে শুরু করে দীর্ঘক্ষণ ব্যাটারি ব্যাকআপ সকল কিছু মাথায় রেখে শাওমির প্রত্যেকটি ফোন সেটআপ করা হয়েছে। বন্ধুরা যারা শাওমি ফোন নিতে চাচ্ছেন তারা তাদের নিকটস্থ শোরুমে গিয়ে ঘুরে দেখতে পারেন এবং মডেল অনুযায়ী দাম সম্পর্কে আরো ভালোভাবে ধারণা পেতে পারেন।
সচরাচর জিজ্ঞাসা
১০ হাজার টাকা বাজেটে শাওমি ফোন কোনটি?
উত্তর:১০ হাজার টাকা বাজেটে শাওমির ফোন হচ্ছে শাওমি রেডমি ৯এ।
শাওমি রেডমি ১০সি মোবাইল টিতে কত মেগাপিক্সেল মেইন ক্যামেরা রয়েছে?
উত্তর: শাওমি রেডমি ১০ সি মোবাইলটিতে ৫০ মেগাপিক্সেল ডুয়েল ব্যাক ক্যামেরা বা মেইন ক্যামেরা রয়েছে।
বাংলাদেশের বাজারে শাওমির সবচেয়ে দামি ফোন কোনটি?
উত্তর: বাংলাদেশের বাজারের শাওমির সবচেয়ে বেশি দামি ফোন হল শাওমির ১২ প্রো। যার দাম হচ্ছে ৮ জিবি রেম ১২৮ জিবি স্টোরেজ ৯৯ হাজার ৯৯৯ টাকা।
১২ জিবি ram 256 GB storage 1 লক্ষ 9 হাজার 999 টাকা।
শেষ কথা–
সুপ্রিয় পাঠক পাঠিকা বন্ধুরা ইতোমধ্যেই আপনারা শাওমি রেডমি মোবাইল গুলোর বিভিন্ন মডেল এবং এর মডেল অনুযায়ী দাম সম্পর্কে জানতে পেরেছেন। জনপ্রিয় মোবাইল কোম্পানি শাওমি মোবাইলের দাম সম্পর্কে এবং এর ফিচার সম্পর্কে আপনাদের তথ্য প্রদান করাই ছিল আমাদের আজকের আর্টিকেলের মূল উদ্দেশ্য।আমাদের আজকের আর্টিকেলটি যারা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়েছেন তারা অবশ্যই জানতে পেরেছেন।
যদি কোথাও আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না।আমাদের আর্টিকেলটি যদি আপনাদের সামান্যতম উপকারে আসে সেখানে আমাদের সার্থকতা। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই আপনার বন্ধুদের সাথে আমাদের ওয়েবসাইটটি শেয়ার করতে ভুলবেন না। এছাড়াও নতুন নতুন কনটেন্ট পেতে আমাদের ওয়েবসাইটের সাথে থাকবেন এবং নিয়মিত ভিজিট করবেন।
আজকের মত বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন।
পোস্ট ট্যাগ–
রেডমি মোবাইল দাম বাংলাদেশ ২০২২,রেডমি মোবাইল দাম বাংলাদেশ ২০২৩,রেডমি মোবাইলের দাম ২০২২,রেডমি মোবাইল দাম কত,এম আই মোবাইল দাম বাংলাদেশ,শাওমি মোবাইল ২০২২,রেডমি ফোনের দাম বাংলাদেশ,রেডমি 4 64 দাম কত।
আরো জানুনঃ
Samsung (স্যামসাং) মোবাইলের বাংলাদেশ প্রাইস ২০২৩