Infinix Zero 30 5G এখন বাজারে, 50MP সেলফি এবং 108MP রেয়ার ক্যামেরাসহ
Infinix Zero 30 5G এখন বাজারে: ইনফিনিক্স তাদের নতুন স্মার্টফোন ইনফিনিক্স “জিরো” থার্টি ফাইভ জি ভারতের বাজারে লঞ্চ করেছে। মাঝারি বাজেটে “জিরো” সিরিজের এই নতুন ফোনটিতে স্টাইলিশ লুকের পাশাপাশি পাবেন চমৎকার স্পেসিফিকেশন। ইনফিনিক্স Zero 30 5G ফোনটিতে 21GB Extended RAM টেকনোলজি পর্যন্ত রয়েছে। এই ফোনটির দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে নিচে বিস্তারিত জানানো হল।
Infinix Zero 30 5G এর দাম
ভারতের বাজারে ইনফিনিক্স Zero 30 5G ফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ফোনটির বেস ভেরিয়েন্টে রয়েছে 8GB RAM + 128GB স্টোরেজ এবং এর দাম রাখা হয়েছে 23,999 টাকা। একইভাবে ফোনটির বড় ভেরিয়েন্ট 12GB RAM + 256GB স্টোরেজ সহ 24,999 টাকা দামে অফার করা হয়েছে। ইনফিনিক্স “জিরো” থার্টি ফাইভ জি ফোনটি Rome Green এবং Golden Hour কালারে সেল করা হবে। এর সঙ্গে এই ফোনের একটি লেদার অপশনও বাজারে আনা হয়েছে। ব্যাঙ্ক অফারের দৌলতে ফোনটির উভয় মডেলে 2 হাজার টাকা করে ছাড় পাওয়া যাচ্ছে।
Infinix Zero 30 5G এর স্পেসিফিকেশনঃ
6.7″ Curved AMOLED Display
MediaTek Dimensity 8020
12GB RAM + 256GB Storage
108MP Rear Camera
50MP Front Camera
68W 5,000mAh Battery
স্ক্রিন: Infinix Zero 30 5G ফোনটিতে 20:9 আসপেক্ট রেশিওযুক্ত 6.7 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে রয়েছে। এটি একটি কার্ভড এমোলেড ডিসপ্লে এবং এটি 120 হার্টস রিফ্রেশরেট ও 2160 পিডব্লিউডি ডিমিং সাপোর্ট করে। এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট টেকনোলজি যোগ করা হয়েছে।
প্রসেসর: ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম এবং এক্সওএস 13 সহ লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এতে 2.6 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক ডায়মেনসিটি 8020 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। হাই কোয়ালিটি গ্রাফিক্সের জন্য এতে মালী-জি77 জিপিইউ রয়েছে।
রেয়ার ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। ফোনের ব্যাক প্যানেলে 108 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সরের সঙ্গে 13 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও থার্ড এআই সেন্সর যোগ করা হয়েছে।
ফ্রন্ট ক্যামেরা: সেলফি এবং ভিডিও কলের জন্য ইনফিনিক্স “জিরো” থার্টি ফাইভ জি ফোনে 50 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 5,000 এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। দ্রুত চার্জ করার জন্য এই ফোনে 68 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে।
আরো জানুনঃ