ReviewTech Market

Honda X Blade Bike এর সুবিধা এবং অসুবিধা

Honda X Blade Bike হচ্ছে Honda CB Hornet 160R-এর আরেকটি শার্প এবং স্পোর্টিয়ার এডিশন। যদিও উভয় বাইক একই প্ল্যাটফর্ম এবং ইঞ্জিন শেয়ার করে এবং একই ধরণের পারফরম্যান্স, তবে Honda X Bladeকে কোম্পানি একটি কমিউটার মোটরসাইকেল হিসাবে বিবেচনা করে থাকে। এই বাইকটিতে আছে এগ্রেসিভ ডিজাইন এবং  ডিজাইন লাইন বেশ অনেকটা শার্প।  যাইহোক, ব্যবহারকারীরা সবদিক মিলে বাইকটি থেকে ভাল পারফর্মেন্স পেয়ে খুব সন্তুষ্ট, তবে কিছু খারাপ দিকও রয়েছে। তাহলে চলুন Honda X Blade-এর সুবিধা এবং অসুবিধাগুলি একনজর দেখে নেই।

Honda X Blade Bike এর সুবিধাঃ

১.ভবিষ্যত পরিকল্পনায় তৈরী ডিজাইনঃ

Honda X Blade 160-এর দিকে তাকালে আপনি দেখতে পাবেন রোবো-ফেস LED হেডল্যাম্প যা বাইকটিকে একটি অনন্য লুক দেয়। টেইল লাইট হল একটি রেজার-এজড LED ইউনিট যা বাইকটিকে আরও স্মুথ করে তোলে। পিলিয়ন গ্র্যাব রেলগুলি বাইকটিকে আরও আকর্ষণীয় করে এবং সামনের দিকের উইন্ডস্ক্রিন বাইকটিকে স্পোর্টস লুক এনে দেয়।

২.ভালো রাইডিং এক্সপেরিএন্সের জন্য ডিজিটাল প্যানেলঃ

Honda X Blade-এর ইন্সট্রুমেন্ট প্যানেল হল সম্পূর্ণ ডিজিটাল ইউনিট যেখানে গিয়ার পজিশন ইন্ডিকেটর এবং অন্যান্য সকল ফিচারস রয়েছে। আপনি এই নীল ব্যাকলিট এলসিডি মিটার ক্লাস্টারে সবকিছুই পাবেন।

৩. জরুরী পরিস্থিতিতে রয়েছে হ্যাজার্ড এবং এবিএসঃ

Honda X Blade এ হ্যাজার্ড লাইট সুইচ রয়েছে যা রাতের যাত্রার সময় এবং জরুরী পরিস্থিতিতে রাইডারকে সেইফটি দিতে পারে, সেই সাথে সিঙ্গেল চ্যানেল এবিএসতো আছেই।

৪. কমফোর্টেবল এবং হ্যান্ডলিং বেশ সহজঃ

পিলিয়ন এবং রাইডারের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রাখা হয়েছে Honda X Blade বাইকে এবং লম্বা সিঙ্গেল-পিস সিট দেয়া হয়েছে যা যথেষ্ট জায়গা প্রদান করে। এমনকি হোন্ডা এক্স ব্লেডের হ্যান্ডলিং বেশ স্মুথ এবং সহজ।

৫. পারফেক্ট মাইলেজ রেঞ্জঃ

যদিও হোন্ডা এক্স ব্লেড সবচেয়ে বড়সড় কমিউটার গুলির মধ্যে একটি, কিন্তু মিশ্র রাইডিং পরিস্থিতিতে বাইকটির মাইলেজ 45-50 কিমি/লি।

Honda X Blade Bike এর অসুবিধাঃ

১. ইঞ্জিন কিল সুইচ নেইঃ

বেশিরভাগ হোন্ডা বাইকের মতো Honda X Blade বাইকেও ইঞ্জিন কিল সুইচের অনুপস্থিতি রয়েছে যা যাত্রা বিরতি এবং ট্রাফিক সিচুয়েশনে বিরক্তিকর।

২. চিকন টায়ারঃ

যদিও এই বাইকের মাইলেজ রেঞ্জ ভালো, তবে অন্যান্য বাল্কিয়ার বাইকের তুলনায় Honda X Blade এর টায়ারগুলো বেশ চিকন।

৩. হেডল্যাম্পের পাওয়ার কমঃ

হ্যালোজেন হেডল্যাম্পের সাথে তুলনা করলে LED হেডল্যাম্পের আলো বেশ কম Honda X Blade বাইকে।

আরো জানুনঃ

হোন্ডা বাইকের বর্তমান দাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *