Tech News

হোয়াটসঅ্যাপে ডেটা সাইজ কমাতে যা করতে হবে

হোয়াটসঅ্যাপে ডেটা সাইজ কমাতে যা করতে হবে – বহুল জনপ্রিয় হোয়াটসঅ্যাপ শিগগিরই তাদের আনলিমিটেড স্টোরেজ সুবিধা বাদ দিতে চলেছে। ডেটা ব্যাকআপ করতে মাত্র ১৫ জিবি স্পেস রাখতে চলেছে প্লাটফর্মটি। মেসেজ ও ডকুমেন্ট ব্যাকআপ করতে গেলে ১৫ জিবির বেশি জায়গার প্রয়োজন হলে আপনাকে গুগল ওয়ানের সাবস্ক্রিপশনও নিতে হবে। তবে মিলবে ১০০ জিবি স্টোরেজ। তবে এ ক্ষেত্রে আপনাকে ১ দশমিক ৯৯ ডলার অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় ২০০ টাকা খরচ করতে হবে। আর যদি আপনি এত টাকা খরচ করতে না চান, তাহলে অতিরিক্ত ও অকার্যকর ফাইলগুলো ডিলিট করে দিতে হবে। পাশাপাশি আপনি ডেটা সাইজ কমিয়ে নিতেও পারেন।

ডেটা সাইজ কমাতে যা করবেন

  • হোয়াটসঅ্যাপের ডিসঅ্যাপিয়ারিং মেসেজ ফিচারটি চালু করতে পারেন। এর ফলে আপনি যখন কোনো চ্যাট ব্যাকআপ করবেন, তখন খুব বেশি সাইজ হবে না।

  • মাঝে মাঝে অতিরিক্ত মেসেজ, ছবি, ভিডিও এসব কিছু ডিলিট করে দিন। না হলে ব্যাপআপ সাইজ বেশি হবে।

  • মিডিয়া অটোমেটিক ডাউনলোড সেটিংসটি বন্ধ করে রাখতে পারেন। আপনার যে যে ছবি কিংবা ভিডিওর প্রয়োজন, আপনি শুধু সেগুলোই ডাউনলোড করে নিতে পারবেন।

  • লো স্টোরেজ অ্যালার্ট চালু করতে পারেন। তাহলে স্টোরেজ কমে আসলে আপনাকে সংকেত পাঠাবে। তখন আপনি ডেটা সাইজ কমাতে পারবেন।

আরো জানুনঃ

ফেসবুক মার্কেটপ্লেসে প্রতারিত হলে আপনি যেভাবে অভিযোগ করবেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *