Tech MarketTech News

রয়্যাল এনফিল্ড বুলেট ৩৫০, এবার দুর্দান্ত সব সুবিধাসহ আসছে

রয়্যাল এনফিল্ড বুলেট ৩৫০ : যদি বলা হয় রয়্যাল এনফিল্ডের সবথেকে প্রিয় বাইক কোনটা? হা এবার গ্রাহকদের মন জয় করতে চলে এল নতুন বুলেট ৩৫০। রয়্যাল এনফিল্ড মানেই এক আলাদা অনুভূতি। যা ভাষায় প্রকাশ করা যায় না। এই কোম্পানির বাইক চড়তে ভালোবাসেনা এমন মানুষ নেই বললেই চলে। তাদের জন্যই এবার নতুন বুলেট ৩৫০ নিয়ে এল রয়্যাল এনফিল্ড।

এই মুহূর্তে ভারতে মাঝারি ওজনের বাইকের মধ্যে সবথেকে জনপ্রিয় হান্টার এবং ক্লাসিক। যাদের প্রতি মাসে কয়েক হাজার ইউনিট বিক্রি হয়। তবে সেই জনপ্রিয়তাকে ছাপিয়ে যাবে বুলেট, অন্তত এমনটাই আশা কোম্পানি কর্তৃপক্ষের।

নতুন বুলেট ৩৫০-এ হান্টার-ক্লাসিকের মতোই ইঞ্জিন দিয়েছে চেন্নাইয়ের দু চাকা কোম্পানিটি। তবে তার সঙ্গে থাকছে একগুচ্ছ ফিচার্স। ডিজাইনের ক্ষেত্রে বদল থাকলেও বাইকটি এখনও পুরনো বুলেটের মতোই রাখা হয়েছে।

বাইকের যে ফ্রন্ট ফেসিয়া থাকে অর্থাৎ সামনের কাঠামোটি তাতে কোনও পরিবর্তন করা হয়নি। ৫৪ বছরেরও বেশি সময় ধরে এই ধারা বজায় রেখেছে এনফিল্ড। সিঙ্গেল পিস সিট এবং নতুন হেডল্যাম্প যোগ করা হয়েছে।

হোন্ডা হর্নেট মোটরসাইকেল এখন নতুন ভার্সনে

এই বাইক তিনটি ভেরিয়েন্টের লঞ্চ করা হয়েছে। দাম শুরু ১.৭৩ লাখ থেকে এবং শেষ হয়েছে ২.১৫ লাখ টাকায় । আগের মডেলের থেকে বেশ কিছুটা দাম বৃদ্ধি করা হয়েছে।

বাইকের অন-রোড প্রাইস এখনও জানা যায়নি। তবে বুকিং আজ থেকেই শুরু হয়ে গিয়েছে। বাইকের ডেলিভারি চালু হবে ৩ সেপ্টেম্বর থেকে। ৫ টি কালারে কেনা যাবে নতুন বুলেট।

রয়্যাল এনফিল্ড হান্টারের রেট্রো ফ্যাক্টরি ভেরিয়েন্টের দাম ১.৫০ লাখ টাকা। মেট্রো ড্যাপার ভেরিয়েন্টের দাম ১.৭০ লাখ টাকা এবং মেট্রো রেবেলের দাম ১.৭৪ লাখ টাকা। অর্থাৎ বুলেটের থেকে প্রায় অনেকটাই সস্তা এই মোটরসাইকেল।

রয়্যাল এনফিল্ড বুলেট ৩৫০ আদৌ ক্লাসিকের জনপ্রিয়তাকে ছাপিয়ে যেতে পারবে কিনা তা সময়ই বলবে। তবে দামের ক্ষেত্রে দুই বাইকের মধ্যে খুব বেশি ফারাক নেই। রয়্যাল এনফিল্ড ক্লাসিকের বেস ভেরিয়েন্টের দাম শুরু ১.৯৩ লাখ থেকে। শেষ হয়েছে ২.১৩ লাখ টাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *