Job News

বেসরকারি সংস্থায় (পপি) চাকরি, পদসংখ্যা ৪০০

বেসরকারি সংস্থায় (পপি) চাকরি, পদসংখ্যা ৪০০ঃ

বেসরকারি সংস্থা পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে ২ ক্যাটাগরির পদে ৪০০ জন কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের সরাসরি, কুরিয়ার বা ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে।

  • . পদের নাম: শাখা ব্যবস্থাপক (বিএম)
    পদসংখ্যা: ১০০
    যোগ্যতা: স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে শাখা ব্যবস্থাপক হিসেবে ন্যূনতম এক বছরের অভিজ্ঞতা অথবা সহকারী শাখা ব্যবস্থাপক হিসেবে তিন বছরের অভিজ্ঞতা। এ ক্ষেত্রে শাখার ঋণস্থিতি কমপক্ষে তিন থেকে চার কোটি টাকা হতে হবে। কম্পিউটার ও মাইক্রোফিন–৩৬০ সফটওয়্যার ব্যবহারে অভিজ্ঞ হতে হবে। মোটরসাইকেল চালনায় পারদর্শী ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
    বেতন: শিক্ষানবিশকালে সাকল্যে বেতন ৩৭,৩০০ টাকা। চাকরি স্থায়ীকরণের পর ৪২,৪৪৫ টাকা (ক্রেডিট ভাতা, হার্ডশিপ ভাতা, মুঠোফোন বিল, দুপুরের খাবার ভাতা, অন্যান্য ভাতাসহ)
  • . পদের নাম: মাঠ কর্মকর্তা (এফও)
    পদসংখ্যা: ৩০০
    যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
    বেতন: শিক্ষানবিশকালে সাকল্যে বেতন ২১,৯০০ টাকা। চাকরি স্থায়ীকরণের পর ২৬,০৮৮ টাকা (ক্রেডিট ভাতা, হার্ডশিপ ভাতা, মুঠোফোন বিল, দুপুরের খাবার ভাতা, অন্যান্য ভাতাসহ)

আরো পড়ুনঃ

বেসরকারি সংস্থার চাকরিতে নিয়োগ, পদ ৬৬৩ঃ

চাকরির শর্ত
সব পদের জন্য শিক্ষানবিশকাল ছয় মাস। স্বল্প মূল্যে একক আবাসন সুবিধা (বিএম পদের জন্য প্রযোজ্য), স্বল্প সুদে মোটরসাইকেল ক্রয়ের ঋণ ও মোটরসাইকেলের জ্বালানি, রক্ষণাবেক্ষণ ব্যয় (বিএম পদের জন্য প্রযোজ্য) এবং স্থায়ীকরণের পর বার্ষিক ইনক্রিমেন্ট, প্রভিডেন্ট ফান্ড, গ্রাচ্যুইটি, বছরে দুটি উৎসব ভাতা ও বৈশাখী ভাতা প্রদত্ত হবে। এ ছাড়া দূরত্ব ভাতা, উৎসাহ ভাতা, হাওর ভাতা ও শহর ভাতা (প্রযোজ্য ক্ষেত্রে) প্রদত্ত হবে।

নির্বাচিত প্রার্থীদের পপির কর্ম এলাকায় নিয়োগ দেওয়া হবে। নিয়োগের জন্য মনোনীত হলে প্রার্থীদের জামানত বাবদ শাখা ব্যবস্থাপক ১৫,০০০ টাকা ও মাঠ কর্মকর্তা ১০,০০০ টাকা প্রদান করতে হবে, যা সুদসহ ফেরতযোগ্য। এফও পদে নির্বাচিত প্রার্থীদের ৫ দিনের মৌলিক প্রশিক্ষণ ফি বাবদ ৩ হাজার ৫০০ টাকা প্রশিক্ষণকেন্দ্রে প্রদান করতে হবে।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের জাতীয় পরিচয়পত্র, শিক্ষা ও অভিজ্ঞতার সনদ ও ছাড়পত্র, বৈধ ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি (বিএম পদের জন্য), দুই কপি সদ্য তোলা রঙিন ছবি, এলাকার দুজন গণ্যমান্য ব্যক্তির (যাঁদের মধ্যে একজন শিক্ষক) নাম, ঠিকানা, মুঠোফোন নম্বর এবং আবেদনকারীর পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, মুঠোফোন নম্বরসহ আবেদনপত্র ডাকযোগে/কুরিয়ারে/সরাসরি পাঠাতে হবে। খামের ওপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।

আবেদন ফি
পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি), অ্যাকাউন্ট নম্বর-৪৪১৫৬০৩০০০০৭১ (সোনালী ব্যাংক লিমিটেড, ধানমন্ডি করপোরেট শাখা) অনুকূলে সোনালী ব্যাংকের যেকোনো শাখার মাধ্যমে ২০০ টাকা অনলাইনে জমা দিতে হবে। টাকা জমার রসিদ আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: উপপরিচালক (মানবসম্পদ ও প্রশাসন), পিপপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি), ৫/১১-এ, ব্লক-ই, লালমাটিয়া, ঢাকা-১২০৭।

আবেদনের শেষ সময়: ১০ আগস্ট ২০২৩।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *