বিভিন্ন কোম্পানির গিয়ার সাইকেল এর দাম
গিয়ার সাইকেল এর দাম–বাংলাদেশের বাইসাইকেলের অনেক ব্র্যান্ড রয়েছে। তাদের কাছে অনেক ভালো ভালো মডেল এবং ডিজাইনের সাইকেল পাওয়া যাবে। বাংলাদেশের অন্যতম সাইকেল কোম্পানি হচ্ছে ফনিক্স, দুরন্ত, হিরো ইত্যাদি। বর্তমান সময়ে ভালো সাইকেল এবং বাজেটের কথা মাথায় রেখে তারা ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য বিভিন্ন মডেলের সাইকেল বাজারের রিলিজ করে থাকে। বর্তমান সময়ে গিয়ার সাইকেল গুলোর অনেক বেশি চাহিদা। বর্তমানে বাজারে অনেক কোম্পানির গিয়ার সাইকেল পাওয়া যায় যাদের মডেল অনুযায়ী দাম ভিন্ন ভিন্ন। গিয়ার সাইকেল এর মধ্যেও ভালো খারাপ রয়েছে দামে কম বেশি রয়েছে।
সুপ্রিয় ভিজিটর বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি সকলেই ভালো আছেন। আমি বরাবরের মতো আজকেও চলে এসেছি আপনাদের জন্য নতুন একটি আর্টিকেল নিয়ে। আমাদের আজকের আর্টিকেল থেকে আপনারা জানতে পারবেন বাংলাদেশে গিয়ার সাইকেল এর দাম কত সেই সম্পর্কে। তাই এই সম্পর্কে জানতে হলে আজকের আর্টিকেলটি শেষ পর্যন্ত আপনাকে পড়তে হবে।
বন্ধুরা আজকের আলোচনা শুরু করছি আশা করছি শেষ পর্যন্ত সাথে থাকবেন।
বাংলাদেশে গিয়ার সাইকেল এর দাম ২০২৩
বর্তমানে বাংলাদেশে বিভিন্ন ব্র্যান্ডের সাইকেল পাওয়া যায় এর মধ্যেও ভালো মন্দ দুটোই রয়েছে। বাংলাদেশে কোম্পানি ভেদে গিয়ার সাইকেল দামের তারতম্য রয়েছে। মডেল ও ব্র্যান্ডের দিক থেকে বাংলাদেশে সাইকেলের দাম ভিন্ন ভিন্ন হতে পারে।
বড়দের গিয়ার সাইকেল এর দাম ১৬০০০ থেকে ১৮ হাজার টাকার মধ্যে পাওয়া যাবে।আবার ছোটদের গিয়ার সাইকেলের দাম 8000 থেকে শুরু হয়। বাংলাদেশের অন্যতম বাইসাইকেল ব্র্যান্ড হিরো সাইকেলের দাম আট থেকে দশ হাজার টাকার মধ্যে পাওয়া যেতে পারে। এমন আরো অনেক গিয়ার সাইকেল কোম্পানি রয়েছে বাংলাদেশে যাদের কাছে গিয়ার সাইকেলে দামের ভিন্নতা পাওয়া যাবে।
বিভিন্ন কোম্পানির গিয়ার সাইকেল এর দাম
একেক কোম্পানির গিয়ার সাইকেলের দাম একেক রকম। বাংলাদেশে গিয়ার সাইকেল এর অনেক কোম্পানির রয়েছে যাদের কাছে বিভিন্ন মূল্যের গিয়ার সাইকেল পাওয়া যাবে। নিচে কয়েকটি কোম্পানির গিয়ার সাইকেল এর দাম উল্লেখ করা হলো:
*ফোনিক্স গিয়ার সাইকেল এর দাম ৯০০০ টাকা।উন্নত মানের গিয়ার সাইকেল ১৮ থেকে ৩২ হাজার টাকা পর্যন্ত রয়েছে।
*হিরো গিয়ার সাইকেলের দাম ১০০০০ টাকা। কোয়ালিটি সমৃদ্ধ হিরো গিয়ার সাইকেল এর দাম ১৬ থেকে ২২ হাজার টাকার মধ্য রয়েছে।
*দুরন্ত গিয়ার সাইকেল এর দাম ৭০০০ থেকে ১২০০০ টাকা। আরো ভালো কোয়ালিটির গিয়ার সাইকেল গুলোর দাম ১৫ থেকে ২০ হাজার টাকার মধ্যে পাওয়া যাবে।
*চাইনা ফোনিক্স গিয়ার সাইকেলের দাম ১২ হাজার টাকা। এর থেকেও ভালো যেগুলো পাওয়া যাবে সেগুলোর দাম আরো বেশি।
*ফরইভার গিয়ার সাইকেল এর সর্বনিম্ন দাম ১১০০০ টাকা।
*বেবি জাম্পিং চাইনিজ গিয়ার সাইকেলের দাম সর্বনিম্ন ৪ হাজার ৭০০ টাকা।
*ফক্সস্টার বাইসাইকেল ফিলিপাইন এর গিয়ার সাইকেল এর দাম সর্বনিম্ন 15000 টাকা।
*মেঘনা ওয়ারিয়র গিয়ার সাইকেল এর সর্বনিম্ন দাম ১২ হাজার ৫০০ টাকা।
গিয়ার ছাড়া সাইকেলের দাম ২০২৩
বর্তমানে গিয়ার সাইকেল এর অনেক চাহিদা থাকলেও অনেকেই আবার গিয়ার সাইকেল পছন্দ করেন না। গিয়ার ছাড়া সাইকেল যাদের পছন্দ তাদের জন্য নিচে গিয়ার ছাড়া সাইকেলের দাম উল্লেখ করা হলো:
ফনিক্স সাইকেলের দাম ২০২৩
বাংলাদেশের মধ্য অন্যতম একটি বাইসাইকেল কোম্পানি হচ্ছে ফনিক্স যা বাংলাদেশেই তৈরি হয়। ফনিক্স সাইকেলের রয়েছে বিভিন্ন মডেল এবং বিভিন্ন ডিজাইন সেই অনুযায়ী এর দাম নির্ধারণ করা হয়। বাংলাদেশের অনেক জেলায় ফনিক্স সাইকেলের শোরুম রয়েছে। বাংলাদেশে ফনিক্স সাইকেল এর প্রাইস রেঞ্জ সবগুলো নিম্ন হচ্ছে 10 থেকে 12000 টাকার মধ্যে।এর নিচে ফোনিক্স এর সাইকেল পাওয়া খুবই কষ্টসাধ্য তবে আলোচনা সাপেক্ষে কোন শোরুমে পাওয়া গেলেও যেতে পারে।
হিরো সাইকেলের দাম ২০২৩
হিরো সাইকেলের অনেক ডিজাইন বা মডেলের সাইকেল বাজারে পাওয়া যাবে। হিরো সাইকেলের সর্বনিম্ন দাম বাংলাদেশে ৫ হাজার টাকা থেকে শুরু। এছাড়াও যেসব সাইকেল রয়েছে সেগুলোর দাম হলো;
*হিরো কোম্পানির বাচ্চাদের অনেক রকম ডিজাইনের সাইকেল রয়েছে যাদের দাম 5000 টাকার মত।
*উন্নত মানের হিরো বাইসাইকেলের মূল্য ১৮০০০ থেকে ২০ হাজার টাকার মধ্যে।
দুরন্ত বেবি সাইকেল এর দাম ২০২৩
দুরন্ত বাংলাদেশের নতুন একটি বাইসাইকেলের ব্র্যান্ড। এই দুরন্ত বাইসাইকেল ব্র্যান্ড টি বাচ্চাদের জন্য অনেক ভালো ভালো সাইকেল বাজারের রিলিজ করে।তবে দুরন্ত বাইসাইকেল কোম্পানিতে যে শুধু বাচ্চাদের জন্যই সাইকেল পাওয়া যাবে তা নয় বড়দের জন্য বর্তমানে অনেক সাইকেল রয়েছে। দুরন্ত বাইসাইকেল কোম্পানির সাইকেলগুলো সাধারণত ডিজাইনের দিক দিয়ে খুবই উন্নত হয়।
বাংলাদেশে দুরন্ত বাইসাইকেল এর কারখানা রয়েছে যেখানে এই বাইসাইকেল গুলো তৈরি করা হয়। দুরন্ত বাইসাইকেলের প্রাইস রেঞ্জ ৫০০০ টাকা থেকে শুরু হয়। বাচ্চাদের সাইকেল এর ক্ষেত্রে অনেক সময় ৪ থেকে ৫ হাজার টাকার মধ্যে ভালো সাইকেল পাওয়া যায়। দুরন্ত কোম্পানির বিভিন্ন সাইকেলের দাম:
*দুরন্ত উন্নত মানের গিয়ার সাইকেল এর দাম ১২ থেকে ১৬ হাজার টাকা।
*দুরন্ত সাধারণ সাইকেলের দাম ৮ হাজার টাকা।
সাইকেলে গিয়ার দিয়ে কি করে
অনেকেই গিয়ার সাইকেল বাজারে খোঁজ করে থাকে কিন্তু গিয়ার সাইকেল দিয়ে আসলে কি কি উপকার হয় সে সম্পর্কে না জেনে গিয়ার সাইকেল কিনে ফেলে। মূলত
কিছু সাইকেলে গিয়ার থাকে যেগুলো দিয়ে সর্বোচ্চ গতি নিয়ন্ত্রণ করা হয় ফলে প্যাডেলের সাথে গতির সামঞ্জস্য থাকে এবং সাইকেল সুন্দরভাবে চলতে পারে। বর্তমান সময়ে গিয়ার সাইকেলে অনেক বেশি জনপ্রিয় যার কারণে বিভিন্ন কোম্পানির বাজারে গিয়ার সাইকেল গুলো বেশি আনে।
বাংলাদেশের বাইসাইকেলের দাম কত
বাংলাদেশের বাইসাইকেলের দাম বিভিন্ন মডেলের জন্য বিভিন্ন রকম। তবে সামার মত ৩৫০০ টাকা থেকে বাইসাইকেলের দাম শুরু হয়। যার যার রুচি এবং বাজেট অনুযায়ী কিনতে পারে। এর চেয়ে ভালো দামে কিনলে ভালো সাইকেল পাওয়া যাবে। ৫০০০০ টাকা বা তার বেশি দামেও বাইসাইকেল বাংলাদেশে রয়েছে যেগুলো অনেক হালকা কিন্তু টেকসই। এসব সাইকেলগুলো দৃষ্টি আকর্ষিত ডিজাইনের এবং প্রতিযোগিতায় ব্যবহার করার জন্য উত্তম।তবে বাইসাইকেল শুধুমাত্র ডিজাইন বা দামের উপর নির্ভর করে ক্রয় করা উচিত নয় এটি কিনতে হয় প্রয়োজন বাজেট এবং চলাচলের উপর ভিত্তি করে।
গিয়ার সাইকেল ছাড়াও নিত্য নতুন আরো অনেক সাইকেল বাজারে আসছে যেগুলোর দাম অনেক বেশি। বর্তমান সময়ে এক লক্ষ টাকারও সাইকেল রয়েছে এসব সাইকেলগুলো সাধারণত ব্যাটারি চালিত হয়ে থাকে।তবে একান্তই কেউ যদি গিয়ার সাইকেল কিনতে চায় তাহলে বাংলাদেশের বাজারে ফনিক্স হিরো দুরন্ত ইত্যাদি কোম্পানির গুলো গিয়ার সাইকেল কিনতে পারে। গিয়ার সাইকেলের ব্র্যান্ডের ওপর এবং ডিজাইন এবং কোয়ালিটির ওপর এর মূল্য নির্ভর করবে।৮ হাজার টাকা থেকে সাধারণত গিয়ার সাইকেল এর দাম শুরু হয়। তবে এর উপরেও অনেক সাইকেল রয়েছে যাদের দাম আরো বেশি।
সাধারন প্রশ্ন
বাংলাদেশের অন্যতম সাইকেল কোম্পানী কোনটি?
উত্তর: বাংলাদেশের অন্যতম স্বনামধন্য সাইকেল কম্পানী হোসেন ফনিক্স এবং হিরো।
ফনিক্স সাইকেল গুলো কত টাকার মধ্যে কেনা যাবে।
উত্তর: ফনিক্সের নতুন সাইকেল গুলোর মধ্য থেকে যদি আপনি কিনতে চান তাহলে অবশ্যই সর্বনিম্ন ১০ হাজার টাকা বাজেট থাকতে হবে।
বাংলাদেশে বেবি সাইকেল ব্র্যান্ড কোনটি?
উত্তর: বাংলাদেশের বেবি সাইকেল ব্র্যান্ড হচ্ছে দুরন্ত বেবি সাইকেল যেখানে বাচ্চাদের অনেক সুন্দর ডিজাইন এবং কম দামে ভালো সাইকেল পাওয়া যাবে। তবে বর্তমানে শুধু বাচ্চাদেরই নয় দুরন্ত কোম্পানি বড়দের সাইকেলগুলো বাজারে রিলিজ করছে।
শেষ কথা–
সুপ্রিয় পাঠক পাঠিকা বন্ধুরা ইতোমধ্যেই আপনারা গিয়ার সাইকেলের দাম সম্পর্কে জানতে পেরেছেন। বাংলাদেশের মধ্য গিয়ার বাইসাইকেলের দাম সম্পর্কে আপনাদের তথ্য প্রদান করাই ছিল আমাদের আজকের আর্টিকেলের মূল উদ্দেশ্য।আমাদের আজকের আর্টিকেলটি যারা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়েছেন তারা অবশ্যই জানতে পেরেছেন।
যদি কোথাও আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না।আমাদের আর্টিকেলটি যদি আপনাদের সামান্যতম উপকারে আসে সেখানে আমাদের সার্থকতা। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই আপনার বন্ধুদের সাথে আমাদের ওয়েবসাইটটি শেয়ার করতে ভুলবেন না। এছাড়াও নতুন নতুন কনটেন্ট পেতে আমাদের ওয়েবসাইটের সাথে থাকবেন এবং নিয়মিত ভিজিট করবেন।
আজকের মত বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন।
পোস্ট ট্যাগ–
গিয়ার সাইকেল ছবি ও দাম 2023, ফনিক্স সাইকেল দাম,সাইকেল দাম বাংলাদেশ,কম দামে ভালো সাইকেল,বাংলাদেশের সেরা সাইকেল।
আরো পড়ুনঃ