Law

বাংলাদেশের পাসপোর্ট অফিস সমূহের তালিকা – নতুন ও আপডেট

বাংলাদেশের পাসপোর্ট অফিস – প্রিয় পাঠক ও পাঠিকা ভাই ও বন্ধুগণ, আজকে আপনাদেরকে জানাবো আপনার অঞ্চলে পাসপোর্ট অফিস রয়েছে কিনা এবং বাংলাদেশের যতগুলি পাসপোর্ট অফিস রয়েছে তার ঠিকানা সহকারে বিস্তারিত।

অনেকেই গুগলে সার্চ করে থাকেন। বাংলাদেশের পাসপোর্ট অফিস সমূহের ঠিকানা /এড্রেস সহকারে বিস্তারিত সবকিছু আজকে আপনাদের সুবিধার্তে আমি আপনাদেরকে জানিয়ে দেয়ার চেষ্টা করব।

এছাড়াও আজকে জানতে পারবেন পাসপোর্ট সম্পর্কিত যাবতীয় তথ্য।

বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস, ঢাকা

মতিঝিল, পল্টন, মিরপুর, শাহ আলী, পল্লবী, কাফরুল, তেজগাঁও, মোহাম্মদপুর, আদাবর, গুলশান, রমনা, শাহবাগ, নিউমার্কেট, ধানমন্ডি, হাজারীবাগ, ধামরাই, সাভার। এসকল এলাকায় পাসপোর্ট ও ভিসা অফিস আছে।

কিভাবে যোগাযোগ করবেন?

আপনি মোবাইলের মাধ্যমে, ইমেইলের মাধ্যমে এবং ফেসবুক লাইভে যোগাযোগ করতে পারবেন। নিচে সব মাধ্যম দেয়া আছে।

Mobile: 01733393323

Email: rpoagargaon@passport.gov.bd

Portal: http://www.dip.gov.bd/site/page/943fc373-ee60-4025-b33e-34df4a0305fd/

Facebook: https://www.facebook.com/Passportoffice-Agargaon-764096140306879

বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস, মনসুরাবাদ, চট্টগ্রাম

বন্দর, ডবলমুরিং (সদরঘাট), সীতাকুণ্ড, পাহাড়তলী (আকবর শাহ), মিরসরাই, হাটহাজারী, রাঙ্গুনিয়া, ফটিকছড়ি, রাউজান, বায়েজিদ, খুলশী, ভূজপুর, সন্দ্বীপ, পতেঙ্গা, হালিশহর, চট্টগ্রাম বন্দর। এসকল এলাকায় পাসপোর্ট ও ভিসা অফিস আছে।

যোগাযোগ করবেন যেভাবে

আপনি মোবাইলের মাধ্যমে,ইমেইলের মাধ্যমে এবং ফেসবুক লাইভে যোগাযোগ করলে পারবেন। নিচে সব মাধ্যম দেয়া আছে।

মোবাইলঃ 01733393349

ফোন: 031 2526955

ইমেইল: rpomansurabad@passport.gov.bd

পোর্টাল: http://passport.chittagong.gov.bd/

ফেসবুক: https://www.facebook.com/profile.php?id=100010504654079

বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস, রাজশাহী

রাজশাহী জেলা, পাসপোর্ট ও ভিসা অফিস, রাজশাহী।

মোবাইলঃ 01733393380

ইমেইল: rporajshahi@passport.gov.bd

পোর্টাল: http://passport.rajshahi.gov.bd/

ফেসবুক: https://www.facebook.com/passportoffice.rajshahi

বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস, সিলেট

সিলেট জেলা পাসপোর্ট ও ভিসা অফিস, সিলেট।

মোবাইলঃ 01733393361

ইমেইল: rpo.sylhet@passport.gov.bd

পোর্টাল: http://passport.sylhet.gov.bd

ফেসবুক: https://www.facebook.com/profile.php?id=100009062442361

বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস, রংপুর

রংপুর জেলা পাসপোর্ট ও ভিসা অফিস, র্ংপুর।

মোবাইলঃ 01733393389

ইমেইল: rporangpur@passport.gov.bd

পোর্টাল: http://passport.rangpur.gov.bd

ফেসবুক: https://www.facebook.com/profile.php?id=100007862806131

বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস, খুলনা

খুলনা জেলা পাসপোর্ট ও ভিসা অফিস, খুলনা।

মোবাইলঃ 01733393364

ইমেইল: rpokhulna@passport.gov.bd

পোর্টাল: http://passport.khulna.gov.bd

ফেসবুক: https://www.facebook.com/Passportoffice-khulna-1583998481814857

বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস, বরিশাল

বরিশাল জেলা পাসপোর্ট ও ভিসা অফিস আছে।

মোবাইলঃ 01733393374

ইমেইল: rpobarisal@passport.gov.bd

পোর্টাল: http://passport.barisal.gov.bd

ফেসবুক: https://www.facebook.com/Passportoffice-Barisal-1627784010766709

বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস, ময়মনসিংহ।

ময়মনসিংহ জেলায় পাসপোর্ট ও ভিসা অফিস আছে।

মোবাইলঃ 01733393334

ইমেইল: rpomymensingh@passport.gov.bd

পোর্টাল: http://passport.mymensingh.gov.bd/

ফেসবুক: https://www.facebook.com/pages/Passport-Office-Mymensingh/329129887135577

উপরে বাংলাদেশের বিভাগীয় আঞ্চলিক পাসপোর্ট অফিস এবং ভিসা অফিসের ঠিকানা সহকারে মোবাইল ফোন নাম্বার আপনাদের কে দিয়ে দিয়েছি।

আশা করছি যারা পাসপোর্ট এবং ভিসা সম্পর্কিত কোন তথ্য বা পাসপোর্ট ভিসা করতে চান তাদের জন্য এই উপরের এই ইনফর্মেশন গুলো খুবই উপকারে আসবে। কারণ আপনি ঘরে বসেই তাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।

পাসপোর্ট এর জন্য আঞ্চলিক অফিস সমূহ- অপডেট

আজকে আমি আপনাদেরকে বাংলাদেশের যতগুলি আঞ্চলিক পাসপোর্ট অফিস রয়েছে। এই সকল অফিস গুলোর ঠিকানা থেকে শুরু করে, ফোন নাম্বার এবং অনলাইন থেকে কিভাবে যোগাযোগ করবেন। সবকিছুই বিস্তারিতভাবে দিয়ে দিব।

যেখান থেকে আপনারা চাইলে ঘরে বসে আপনার পাসপোর্ট সংক্রান্ত যেকোন বিষয়ে এবং পাসপোর্ট করার নিয়ম থেকে শুরু করে সবকিছুই একদম হাতের নাগালে পেয়ে যাবেন। এখান থেকে দেখে নিন বিস্তারিত

পাসপোর্ট তথ্য যাচাই করবেন যেভাবে

দেখুন আপনি আপনার পাসপোর্ট তথ্য কেন যাচাই করবেন এবং পাসপোর্ট চেক কেন এতো জরুরি, তার কারণ হচ্ছে আপনি যখন আপনার নতুন পাসপোর্ট করার জন্য আঞ্চলিক অফিসে পাসপোর্ট এর সকল তথ্যাদি জমা দেবেন।

তখন আপনি চাইলে ঘরে বসেই আপনার পাসপোর্ট এর সকল তথ্য এবং পাসপোর্ট এর স্ট্যাটাস গুলো আপনি দেখতে পাবেন। কারণ কখনো কখনো পাসপোর্ট আসতে অনেক সময় লাগে আবার কখনও ২১ দিনের মধ্য আসে।

ই পাসপোর্ট করার প্রয়োজনীয় কাগজপত্র

বর্তমানে আপনি পাসপোর্ট করতে গেলেই ই-পাসপোর্টের এ-কথাটি আপনার সামনে চলে আসে তো ই-পাসপোর্ট করার জন্য যদি আপনার প্রয়োজনীয় কাগজপত্র সম্পর্কে জানা না থাকে তাহলে আপনি আঞ্চলিক অফিসে গিয়ে আবার আপনাকে ফেরত আসতে হতে পারে।

এজন্যই পাসপোর্ট করার আগে অবশ্যই আপনার ই পাসপোর্ট করার প্রয়োজনীয় কাগজপত্র সম্পর্কে কি কি প্রয়োজন, এই পাসপোর্ট করতে সে বিষয়টি অবশ্যই আপনার জানতে হবে তাহলে আপনি উপকৃত হবেন।

পাসপোর্ট নবায়ন করার নিয়ম

পাসপোর্ট নবায়ন আবেদন করার পূর্বে যদি পাসপোর্ট নবায়ন করার ধাপ গুলি সম্পর্কে আপনি জানেন, তাহলে আপনারই উপকারে আসবে। আমি নিচে পাসপোর্ট নবায়ন করার যে সকল ধাপ পূর্ণ করতে হয় সেই সকল বিষয় লিখে দিচ্ছি –

পাসপোর্ট নবায়ন আবেদন করার জন্য যে সকল কাগজপত্র প্রয়োজন পড়ে থাকবে সেগুলো আগে থেকেই রেডি করে নেয়া। কি কি কাগজপত্র প্রয়োজন হবে নিচে আমি তা বিস্তারিত জানিয়ে দিব।

পাসপোর্ট নবায়ন ফরম পিডিএফ(pdf) এটি ফিলাপ করা।

পাসপোর্ট নবায়ন ফি কত টাকা? এই বিষয়ে আমি নিচে আলোচনা করছি সেটি আপনাকে অবশ্যই প্রদান করতে হবে অর্থাৎ পাসপোর্ট নবায়নের ফি টাকা জমা দিতে হবে।

আপনার পাসপোর্ট নবায়নের আবেদন ফরমটি পাসপোর্ট অফিসে জমা দেওয়া ও বায়োমেট্রিক এনরোলমেন্ট সম্পন্ন করা।

এরপরে সবকিছু ঠিক থাকলে পাসপোর্ট স্ট্যাটাস চেক করা এবং পাসপোর্ট সংগ্রহ করা।

আরো জানুনঃ

ই -পাসপোর্ট ফরম কিভাবে পূরণ করতে হয়?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *