ReviewTech MarketTech News

নোকিয়া বাজারে নিয়ে আসছে দুর্ধর্ষ এক স্মার্টফোন, পড়লেও কিছু হবে না!

নোকিয়া বাজারে নিয়ে আসছে : স্মার্টফোন দুনিয়ায় ভিত শক্ত করতে সস্তায় নতুন ফোন আনল নোকিয়া। এন্ট্রি লেভেল সেগমেন্টে নয়া ফোন এনেছে ফিনল্যান্ডের সংস্থাটি। লঞ্চ হয়েছে নোকিয়া সি১২ (Nokia C12) । এই ফোনে রয়েছে ৬.৩ ইঞ্চি এইচডি+ ডিসপ্লে।

উপরে থাকবে ওয়াটারড্রপ স্টাইল নচ। সেখানে ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকবে। ভালো গ্রিপের জন্য ফোনের পিছনে রয়েছে মেটালিক প্যাটার্নের 3D প্যাটার্ন। কোম্পানির তরফে জানানো হয়েছে ধুলো, বালি ও বাষ্প থেকে সুরক্ষিত রাখতে এই মোবাইল ডিজাইনে বিশেষ নজর দেওয়া হয়েছে। ভুল করে হাত থেকে পড়ে গেলেও এই ফোনে ক্ষতির সম্ভাবনা কম।

নোকিয়া সি১২ এ রয়েছে 6.3 ইঞ্চি HD+ ডিসপ্লে থাকছে। রয়েছে 20:9 অ্যাসপেক্ট রেশিওর ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে অক্টাকোর Unisoc 9863A1 চিপসেট। সঙ্গে 2 GB RAM ও 64 GB স্টোরেজ দিয়েছে নোকিয়া। Nokia C12 – এ Android 12 Go Edition অপারেটিং সিস্টেম চলবে। সুরক্ষা ও গোপনীয়তার উপরে বিশেষ নজর রাখা হয়েছে। এই ফোনে খুব কম অপ্রয়োজনীয় অ্যাপ থাকবে। কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে এই ফোনে আগামী 2 বছর প্রত্যেক 3 মাস অন্তর সিকিউরিটি আপডেট পাঠাবে Nokia।

নোকিয়ার দুর্ধর্ষ এই স্মার্টফোনে আরো আছেঃ

নোকিয়া সি১২ এর দুর্ধর্ষ ফোনে রয়েছে 8 MP ফিক্সড ফোকাস ক্যামেরা। ফোনের পিছনের ক্যামেরার পাশে রয়েছে LED ফ্ল্যাশ। সঙ্গে 5 MP ফিক্সড ফোকাস সেলফি ক্যামেরা রয়েছে এই ফোনে। এই ফোনের ক্যামেরায় রয়েছে নাইট মোড, পোট্রেট মোড অটো HDR ও টাইম ল্যাপস।

নোকিয়া সি১২ এর এই ফোনে পাবেন 3,000 mAh ব্যাটারি। সঙ্গে 5 W চার্জিং সাপোর্ট থাকছে। ওয়্যারলেস কানেক্টিভিটির জন্য রয়েছে Wi-Fi 802.11 b/g/n ও Bluetooth 5.2। Micro USB পোর্টের মাধ্যমে এই ফোন চার্জ হবে। থাকছে 3.5 mm জ্যাক। সস্তার নোকিয়া ফোনে থাকছে IP52 রেটিং। যা এই ফোনকে ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্স করেছে। Nokia C12 – এর ওজন 177.4 গ্রাম।

নোকিয়ার সি১২ এর দাম ১১৯ ইউরো। 2 GB RAM + 64 GB স্টোরেজে এই ফোন বিক্রি হবে। চারকোল, ডার্ক সায়ান ও লাইট মিন্ট কালারে পাওয়া যাবে নোকিয়া সি১২ । নোকিয়া বাজারে নিয়ে আসছে এন্ট্রি লেভেলের এই ফোন, নোকিয়া সি১২ (Nokia C12) । এই ফোনে রয়েছে ৬.৩ ইঞ্চি এইচডি+ ডিসপ্লে। আপাতত অস্ট্রিয়া ও জার্মানিতে লঞ্চ হচ্ছে এই ফোন। কয়েক সপ্তাহের মধ্যেই ইউরোপের অন্যান্য দেশের বাজারে এই ফোন বিক্রি শুরু হবে। তবে ভারত সহ বিশ্বের অন্যান্য দেশে কবে এই সাশ্রয়ী ফোন লঞ্চ হবে তা জানায়নি নোকিয়া।

আরো জানুনঃ

৮ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল ২০২৩

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *