Tech News

নিরাপত্তার জন্য অ্যান্ড্রয়েড ফোনে যা করণীয়

নিরাপত্তার জন্য অ্যান্ড্রয়েড ফোনে : কিছু কিছু অ্যান্ড্রয়েড ফোনের প্রসেসর ও রেম অনেকের ডেস্কটপ কম্পিউটার থেকেও বেশি হয়ে থাকে। কিন্তু ব্যবহারকারীরা সঠিকভাবে শক্তিশালী সব ডিভাইস ম্যানেজ করতে না পারার কারণে ঘটতে পারে বিপত্তি। তাই স্মার্টফোনের নিরাপত্তা বিষয়ে সচেতনতা জরুরি।

অনেকে ডেটা খরচ করার ভয়ে অ্যান্ড্রয়েড ওএস ও অ্যাপস আপডেট করতে চান না। কিন্তু এটি হতে পারে ডিভাইস ও তথ্যের গোপনীয়তার জন্য ভয়াবহ হুমকি। তাই নিয়মিত আপডেট থাকা ভালো।

অনেকেই স্মার্টফোন লক না করে নিয়মিত ব্যবহার করেন। এটি নিরাপত্তার জন্য বেশ হুমকির।

স্মার্টফোন হারিয়ে গেলে সব তথ্যই তখন অনিরাপদ হয়ে যায় বা অন্যের কাছে অযাচিতভাবে উন্মোচিত হয়। তাই অবশ্যই পিন কোড, পাসওয়ার্ড বা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে হ্যান্ডসেট লক করে নিতে হবে। পিন কোড বা পাসওয়ার্ড সেট করার ক্ষেত্রে সহজেই অনুমেয় এমন শব্দ দেওয়া যাবে না।

আরো জানুনঃ

৫জি স্মার্টফোন কেনার আগে যে ৫টি বিষয় জানা উচিত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *