কম দামে ভালো ফোন (Smartphone with low price)
কম দামে ভালো ফোনঃ প্রযুক্তির উন্নয়নে জীবন যাত্রার মান সহজ হয়ে উঠেছে। মোবাইল ফোন মানুষের জীবনকে আরও সহজ করে তুলেছে। প্রযুক্তির এই উন্নয়নে মানুষের প্রয়োজনীয় সকল পণ্য চলে আসছে হাতের নাগালে।
এই ধারাবাহিকতাই কম দামে ভালো মানের স্মার্ট ফোন পাওয়া যাচ্ছে। স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান গুলোর মধ্যেও বাড়ছে প্রতিযোগিতা। যার ফলস্বরূপ বাজারে কম দামে ভালো মানের স্মার্ট ফোন পাওয়া যাচ্ছে। এতে ক্রেতাগণ বেশি উপকৃত হচ্ছে। বাজারে কম দামে বেশ কিছু ভাল মানের অফিসিয়াল ফোন পাওয়া যাচ্ছে । ডিভাইস গুলোতে অসাধারণ স্পেসিফিকেশনের দেখা যায়।
নতুন বছর আর এই নতুন বছরে অনেকেই মোবাইল ফোন কেনার কথা ভাবে এবং অনেকেই সেরা মোবাইল ফোন গুলি খোঁজে সাধ্যের মধ্যে অর্থাৎ কম দামে সবচাইতে ভালো সেরা মোবাইল ফোন কোন গুলো এগুলি লিখে গুগলে সার্চ করে। তাই আমার ওয়েবসাইটে যারা রেগুলার সাবস্ক্রাইবার রয়েছে তাদের জন্য খুবই উপকারী একটি পোস্ট হবে আজকের এই পোস্টটি। কম দামে সেরা কিছু ভালো ফোন সম্পর্কে জেনে নেওয়া যাক।
ওয়ালটন প্রিমো আর এক্স ৭ মিনি (Walton Primo RX7 Mini)
দশ হাজার টাকা বাজেটের মধ্যে আজ পর্যন্ত কোন ফোন এত জনপ্রিয়তা অর্জন করতে পারেনি ওয়ালটন প্রিমো আরএক্স ৭ ফোনটি যতটা জনপ্রিয়তা অর্জন করেছিল। ফোনটি সাশ্রয়ী দামে অসাধারণ স্পেসিফিকেশন অফার করার মাধ্যমে লঞ্চ করার দুই বছর পরও অসাধারণ ‘ভ্যালু ফর মানি ‘ অফার করে। গেমাররা চাইলে ফোনটি কিনতে পারেন কম দামে ফোনটিতে স্বাচ্ছন্দে গেমিং করতে পারবেন।
ফোনটির ডিসপ্লে ৬.১ ইঞ্চি। রেম ৩ জিবি , স্টোরেজ ৩২ জিবি, মেইন ক্যামেরা ১৩ মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা, ফ্রন্ট ক্যামেরা ৫ মেগাপিক্সেল, প্রসেসর মিডিয়াটেক হেলিও পি ৬০, ব্যাটারি ৩০০০মিলিএম্প, দাম ৯,৪৯৯ টাকা।
ইনফিনিক্স হট ৯ প্লে (Infinix Hot 9 play)
ইনফিনিক্স হট ৯ প্লে ফোনটি সাধারণ ব্যবহারকারীদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে।যারা বড় স্কিনে মাল্টিমিডিয়া কনটেন্ট দেখতে পছন্দ করেন এটা তাদের জন্য আদর্শ পছন্দ হতে পারে। ফোনটির ৬.৮২ ইঞ্চি ডিসপ্লে। ২ জিবি র্যাম ও ৩২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট রয়েছে। ফোনটির মেইন ক্যামেরা ১৩ মেগাপিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরা ৮ মেগাপিক্সেল। ব্যাটারি ৬০০০ মিলিএম্প। ফোনটির দাম ৭,৯৯০ টাকা।
সিম্ফনি জেড ৪০ (Symphony Z40)
অল্প বাজেটের মধ্যে সুন্দর ফোন নিতে চাইলে সিম্ফনি জেড ৪০ ফোনটি খুবই ভালো। ফোনটির ডিসপ্লে ৬.৫৫ ইঞ্চি। প্রসেসর মিডিয়াটেক হেলিও জি ৩৫। ফোনটির র্যাম ৩জিবি এবং স্টোরেজ ৩২ জিবি। মেইন ক্যামেরা ১৩ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা রয়েছে এবং ফ্রন্ট ক্যামেরা ১৩মেগাপিক্সেল। ফোনটির ব্যাটারি ৫০০০ মিলিএম্প। ফোনটির দাম ৯,৯৯০ টাকা।
১০ হাজার টাকার মধ্যে যদি আপনি স্যামসাং ফোন নিতে চান তাহলে স্যামসাং গ্যালাক্সি এম ০২ ফোনটি নিতে পারেন। ফোমটির সফটওয়্যার অপটিমাইজেশন অনেক ভালো। যে কোন ধরনের ব্যাবহারকারীদের জন্য যথেষ্ট ব্যাকাপ প্রদানে সক্ষম।
ফোনটির ডিসপ্লে ৬.৫ ইঞ্চি। প্রসেসর মিডিয়াটেক এমটি ৬৭৩৯। রেম ৩ জিবি ও স্টোরেজ ৩২ জিবি। মেইন ক্যামেরা ১৩ মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা ও ফ্রন্ট ক্যামেরা ৫ মেগাপিক্সেল। ফোনটির ব্যাটারি ৫০০০ মিলিএম্প। ফোনটির দাম ৯,৯৯৯ টাকা।
ওয়ালটন প্রিমো আর এক্স ৮ মিনি (Walton Primo RX8 Mini)
১২,৯৯৯ টাকায় গ্রাহকদের চাহিদা পূরনের ওয়ালটন নতুন দৃষ্টান্ত স্হাপন করে।অসাধারণ প্রসেসরযুক্ত ফোনটির ডিজাইন খুবই আকর্ষণীয়। ফুল এইচডি প্লাস ডিসপ্লে রয়েছে ফোনটিতে। ডিসপ্লে ৬.৩ ইঞ্চি। প্রসেসর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬০। ফোনটির র্যাম ৪ জিবি এবং স্টোরেজ ৬৪ জিবি। ফোনটিতে ১২ মেগাপিক্সেল মেইন ক্যামেরার পাশাপাশি ৮ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড সেন্সর রয়েছে। ব্যাটারি ৩৬০০ মিলিএম্প। ফোনটির দাম ১২,৯৯৯ টাকা।
শেষকথা– বর্তমানে যারা নতুন মোবাইল ফোন কেনার কথা ভাবছেন এবং কম বাজেটের মধ্যে ভালো মানের মোবাইল ফোন। উপরের এই মোবাইল ফোন গুলি আপনি চেক করে দেখতে পারেন আপনার জন্য ভালো হবে।
পোস্ট ট্যাগ–বাংলাদেশে সবচেয়ে কম দামে স্মার্টফোন, কম দামে ভালো Oppo ফোন, 10000 টাকার মধ্যে ভালো ফোন, 12000 টাকার মধ্যে ভালো ফোন 2022, মোবাইল বাজার, কম দামে ফিঙ্গারপ্রিন্ট মোবাইল।
আরও জানুনঃ