Job News

এসআই পদের লিখিত পরীক্ষা, ৫ হাজারের বেশি প্রার্থী উত্তীর্ণ

এসআই পদের লিখিত পরীক্ষা, ৫ হাজারের বেশি প্রার্থী উত্তীর্ণ।

এসআই পদের লিখিত পরীক্ষা- বাংলাদেশ পুলিশ বাহিনীতে ২০২৩ সালের ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এসআই নিরস্ত্র) পদের লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ৫ হাজার ৮৩৯ জন। পুলিশ হেডকোয়ার্টার্সের রিক্রুটমেন্ট অ্যান্ড ক্যারিয়ার প্ল্যানিং-২ শাখা থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এসআই নিরস্ত্র) পদে লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের কম্পিউটার দক্ষতা পরীক্ষা (এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট, ওয়েব ব্রাউজিং ও ট্রাবলশুটিং) আগামী ৬ আগস্ট থেকে ধাপে ধাপে অনুষ্ঠিত হবে।

কম্পিউটার দক্ষতা পরীক্ষার ভেন্যু, তারিখ ও বিস্তারিত সময়সূচি পরবর্তী সময়ে বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এই পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের অবশ্যই লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষার প্রবেশপত্র সঙ্গে আনতে হবে।

লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর এই লিংকে জানা যাবে। গত ১৬-১৭ জুন লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এসআই পদের লিখিত পরীক্ষার পর কম্পিউটার দক্ষতা পরীক্ষা শুরু ৬ আগস্ট থেকে

এসআই নিরস্ত্র পদের কম্পিউটার দক্ষতা পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। পুলিশের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২৩ সালের ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এসআই নিরস্ত্র) পদে লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষায় উত্তীর্ণ ৫ হাজার ৮৩৯ প্রার্থীর কম্পিউটার দক্ষতা পরীক্ষা ৬ আগস্ট শুরু হবে, চলবে ১১ আগস্ট পর্যন্ত।

রাজধানীর রাজারবাগে পুলিশ টেলিকম সংস্থা ও স্কুল অব ইন্টেলিজেন্স, এসবি, উত্তরা, ঢাকায় এ পরীক্ষা নেওয়া হবে। প্রতিটি কেন্দ্রে ৫০০ প্রার্থীর পরীক্ষা নেওয়া হবে।

কম্পিউটার দক্ষতা পরীক্ষার মধ্যে এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ওয়েব ব্রাউজিং ও ট্রাবলশুটিং বিষয়গুলো অন্তর্ভুক্ত। পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের অবশ্যই লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষার প্রবেশপত্র সঙ্গে আনতে হবে।

পরীক্ষা শুরু হওয়ার পর কোনো পরীক্ষার্থীকে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না। পরীক্ষাকেন্দ্রে মুঠোফোন, ব্যাগ, ছাতা, ক্যামেরা, ক্যালকুলেটর বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে আনা যাবে না।

কম্পিউটার দক্ষতা পরীক্ষার বিস্তারিত সময়সূচি দেখা যাবে এখানে

আরো পড়ুনঃ

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে চাকরি, আগামীকালের মধ্যে আবেদন করুন, পদ ৩১৩।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *