খেলা

আফ্রিদি যেভাবে রোহিত-কোহলিকে বোকা বানিয়েছেন

আফ্রিদি যেভাবে রোহিতকোহলিকে  টানা দুই বলে আউট সুইং, শাহিন শাহ আফ্রিদির বল দুটো ব্যাটে খেলার চেষ্টাই করলেন না রোহিত। ভারতীয় অধিনায়ক পরের বলটাও হয়তো আউট সুইংয়ের জন্যই অপেক্ষা করছিলেন। তবে আফ্রিদির ভাবনা ছিল ভিন্ন। তাঁর ‘ডেডলি’ ইন-সুইংয়ে বল ব্যাট ও প্যাডের ফাঁকা জায়গা দিয়ে আঘাত হানে স্টাম্পে, বোল্ড রোহিত।

ভারত অধিনায়কের পর বিরাট কোহলিকেও ফিরিয়েছেন আফ্রিদি। কোহলিকে ফেরাতে অবশ্য উইকেটের কিছুটা সাহায্য পেয়েছেন। উইকেটে পেসের তারতম্য থাকায় কোহলি শট খেলেছেন আগে। আফ্রিদির স্টাম্পের বাইরের শর্ট ডেলিভারিতে হয়েছেন কোহলি ইনসাইড এজড হয়ে বোল্ড। আফ্রিদি যেভাবে রোহিত-কোহলিকে বোকা বানিয়েছেন। এই প্রথম এক ইনিংসে রোহিত, কোহলি দুজনকেই বোল্ড করলেন কেউ।

বাঁহাতি পেসারদের সামনে রোহিত-কোহলির দুর্বলতা নতুন কিছু নয়। ওয়ানডেতে ২০২১ সালের পর থেকে বাঁহাতি পেসারদের বিপক্ষে রোহিতের গড় মাত্র ২৩, আউট হয়েছেন ছয়বার। একই সময়ে কোহলির গড় আরও কম—২১.৭৫। এই সময়ে কোহলি আউট হয়েছেন চারবার।

ভারত–পাকিস্তান ম্যাচের আগে থেকেই রোহিতকে আফ্রিদির বল বাড়তি সতর্কতার সঙ্গে খেলতে বলেছিলেন অনেক ক্রিকেট–বিশ্লেষক। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে এই শাহিনের ইয়র্কারে তিনি এলবিডব্লু হয়েছিলেন। তারও আগে ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফি ফাইনালে একইভাবে আউট হয়েছিলেন মোহাম্মদ আমিরের বলে। এবার অবশ্য রোহিত এলবিডব্লু হননি। আফ্রিদি কয়েকবারই ইয়র্কার দিয়ে রোহিতের ডিফেন্স ভাঙার চেষ্টা করলেও পারেননি।

আফ্রিদির করা প্রথম দুই ওভার বেশ ভালোভাবেই সামলেছেন ভারতীয় অধিনায়ক। এরপর বৃষ্টিতে কিছুক্ষণ খেলা বন্ধ থাকাতেই হয়তো মনোযোগ কিছুটা সরে যায় রোহিতের। ওয়ানডেতে এবারই প্রথমবার রোহিতকে আউট করেছেন আফ্রিদি। এর আগে ২০১৮ সালে এশিয়া কাপের ম্যাচে আফ্রিদির বিপক্ষে ১৯ বলে ১৮ রান করেছিলেন রোহিত। ওয়ানডে ক্রিকেটে কোহলির বিপক্ষে এবারই প্রথম বল করেছেন আফ্রিদি। ২ বল করেই ফিরিয়েছেন ৪৬টি ওয়ানডে সেঞ্চুরির মালিককে।

আফ্রিদির দুর্দান্ত বোলিংয়ে এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে ভারত অনেকটাই ব্যাকফুটে। প্রথম স্পেলে ৫ ওভার বল করে ১৪ রানে ২ উইকেট নিয়েছেন আফ্রিদি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ১৭ ওভারে ৪ উইকেট ৮৯ রান। অন্য দুটি উইকেট নিয়েছেন পেসার হারিস রউফ।

আরো পড়ুন

এশিয়া কাপে বাংলাদেশ শ্রীলংকার কাছে হেরে মিশন শুরু করল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *